কোয়ান্টাম বলবিদ্যা কী ? কোয়ান্টাম বলবিদ্যা বা কোয়ান্টাম মেকানিক্স হলো আধুনিক পদার্থ বিজ্ঞানের একটি শাখা যা পরমাণু এবং অতি পারমাণবিক কণার / তরঙ্গের মাপনীতে পদার্থের আচরণ বর্ণনা করে। এটি ক্ষুদ্র কণার জগৎ (যেমন: ইলেকট্রন, প্রোটন,ফোটন ) বোঝার জন্য তৈরি। নিউটনের তত্ত্ব এখানে কাজ করে না। মূল বৈশিষ্ট: ইলেকট্রন কখনো কণা, কখনো বা তরঙ্গের মতো আচরণ করে (wave-particle duality )। উদাহরণ:আপনি যদি একটি ইলেকট্রনকে ছিদ্রের দিকে ছুঁরেন, এটি একসাথে একাধিক ছিদ্র দিয়ে যেতে পারে। - যতক্ষণ না সেটা আপনি দেখছেন। আপনি কখনোই একসাথে কণার অবস্থান ও গতি নির্ভুলভাবে জানতে পারবেন না। কণাগুলো সম্ভাব্য অবস্থানে থাকে, নিশ্চিত কোনো অবস্থানে নয়। একটি কণা একসাথে একাধিক অবস্থানে থাকতে পারে - যতক্ষণ না আপনি পরিমাপ করেছেন। দুটো কণা এমনভাবে সংযুক্ত থাকতে পারে যে, একটার ওপর যেকোনো পরিবর্তন আরেকটা কে তৎক্ষণাৎ প্রভাবিত করে - এমনকি তারা আলাদা গ্রহে থাকলেও। কোয়ান্টাম মেকানিক্সের মূল ভিত্তি পদার্থ বিজ্ঞানের তিনটি অপ্রতিরোদ্ধ তত্ত্বের উপর কোয়ান্টাম মেকানিক্স দাড়িয়ে আছে। এগুলো হলো - শক্ত...
বিজ্ঞান নিয়ে পথচলা......